প্রথম ধাপ: আপনার বিকাশ/নগদ অ্যাকাউন্টে লগইন করুন।
দ্বিতীয় ধাপ: "সেন্ড মানি" অপশনে যান।
তৃতীয় ধাপ: উপরে দেওয়া নাম্বারে আপনার দান করতে ইচ্ছুক পরিমাণ অর্থ লিখে সেন্ড করুন।
ফি সম্পর্কিত নির্দেশনা:
বিকাশ বা নগদ থেকে সেন্ড করার সময় যে অতিরিক্ত ৫ টাকা ফি কেটে নেওয়া হয়। FLS এই ফি যোগ করবে, তাই অতিরিক্ত অর্থ দিতে হবে না।
দানকৃত অর্থ (টাকা) | সেন্ড মানি করুন (টাকা) |
---|---|
১০০ | ৯৫ |
২০০ | ১৯৫ |
৫০০ | ৪৯৫ |
সেন্ড মানি করার পর আপনাকে অবশ্যই "আপনার অনুদানের তথ্য দিন" ফরমটি সাবমিট করতে হবে। এটি নিশ্চিত করবে যে আপনার অনুদান সঠিকভাবে গ্রহণ করা হয়েছে।
আমাদের উদ্দেশ্যকে সফল করার জন্য আপনার সমর্থন অত্যন্ত প্রয়োজনীয়। দয়া করে আমাদের কার্যক্রমে অংশ আমাদের এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে সাহায্য করুন।
সাবমিট করুন ক্লিক করে আপনি আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ."
- التِّرْمِذِي، حَدِيثُ رَقْمِ ٢٩٤٥
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
- তিরমিজি, হাদিস নং ২৯৪৫